Search
Close this search box.
Search
Close this search box.

musaঝিনাইদহের মহেশপুর ব্র্যাক অফিসের সামনের রাস্তায় কুড়িয়ে পাওয়া ৯৭ হাজার টাকা মালিককে ফেরত দিলেন পুলিশ কনস্টেবল মুসা মিয়া। গত রবিবার সকালে তিনি এই টাকা কুড়িয়ে পান। মুসা মিয়া ঝিনাইদহের মহেশপুর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।

মহেশপুর থানা পুলিশের ওসি রাশেদুল আলম জানান, পুলিশ কনস্টেবল মুসা মিয়া একটি ব্যাগ কুড়িয়ে পান। ব্যাগটি খুলে দেখেন তাতে ৯৭ হাজার টাকা, জমির দলিল ও ব্যাংকের চেক বই রয়েছে। পরে তিনি ব্যাগসহ টাকা থানায় জমা দেন। খবর পেয়ে টাকার মালিক মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লা গ্রামের টিন ব্যবসায়ী আশরাফুল হক থানায় আসেন এবং প্রমাণসহ টাকা বুঝে নেন।

chardike-ad

টিন ব্যবসায়ী আশরাফুল জানান, আমি জমি কেনার জন্য ৯৭ হাজার টাকা নিয়ে খালিশপুর ব্যাংকে যাচ্ছিলাম আরো টাকা তুলতে। পথের মধ্যে ব্যাগটি হারিয়ে যায়। মানুষের মানবিকতা এখনো আছে বলেই টাকাগুলো আমি ফেরত পেয়েছি। তিনি পুলিশ সদস্য মুসা মিয়াকে ধন্যবাদ জানান।

পুলিশ কনস্টেবল মুসা মিয়া বলেন, ‘পরের টাকা নিয়ে আমার কী লাভ? একদিন না একদিন তো মৃত্যু আসবেই। তখন কী জবাব দেব’?