Search
Close this search box.
Search
Close this search box.

ikbalআবারও দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে মো. ইকবাল হোসেন মোশারফ নামে ফেনীর দাগনভূঞার এক যুবক নিহত হয়েছেন। মো. ইকবাল হোসেন মোশারফ দাগনভূঞা পৌরসভার আমান উল্লাপুর গ্রামের মাওলানা আবু তাহের আমানি বাড়ির মো. মফিজ মিয়ার বড় ছেলে। তার পরিবারে মৃত্যুর খবরে শোকের মাতম চলছে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ত্রাসীরা দক্ষিণ আফ্রিকার ফ্রি ইস্ট ব্লুম পন্টিন বোসাবেল এলাকায় তার দোকানে ছিলেন। রাত ৯টার দিকে হঠাৎ সন্ত্রাসীরা গুলি করে তার বুকে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোশারফ। সন্ত্রাসীরা পরে তার দোকান থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে মোশারফের পরিবারের দাবি ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

chardike-ad