জার্মানির রাজধানী বার্লিনে ইসলামবিদ্বেষের শিকার হয়েছেন তিন মুসলিম তরুণী। দুইটি পৃথক ঘটনায় তারা এ হামলার শিকার হন বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
আক্রান্তদের বরাতে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতের দিকে বার্লিনের মারজান শহরে অজ্ঞাত এক ব্যক্তি এসে সিরিয়ার দুই তরুণীর ওপর হামলা চালায়। হামলাকারী ১৫ ও ১৬ বছর বয়সী দুই তরুণীর মুখে বারংবার ঘুষি মারতে থাকে। এ ঘটনায় উভয় তরুণী গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।
অন্য ঘটনায় হিজাব পরার কারণে ক্ষুব্ধ হয়ে এক নারী ১২ বছর বয়সী এক মেয়ের ওপর হামলা চালায়। আক্রান্ত মেয়েটি জানায়, ওই নারী তার হিজাব খুলে ফেলার এবং সুই দিয়ে তাকে আঘাত হানার চেষ্টা চালায়। ওই মেয়েটি জানায়, পুলিশ এসে পড়ায় কারণে পালিয়ে যাওয়ার আগে ওই মহিলা তাকে পিপার স্প্রে দিয়ে হামলা চালানোরও হুমকি দেয়।
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল অভিবাসনপ্রত্যাশীদের সাথে সহনশীল আচরণ করলেও সেখানকার অনেক মানুষই অভিবাসী ও মুসলিম বিরোধী। তারা সুযোগ পেলেই মুসলিম অভিবাসীদের ওপর হামলা চালায়। জার্মান পুলিশ উভয় ঘটনায় তদন্ত চালাচ্ছে।
সূত্র: ডেইলি সাবাহ