কুয়াকাটা থেকে হেলিকপ্টারে করে ময়মনসিংহের ধোবাউড়ায় একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে আসেন হুজুর মাও. হাফিজুর রহমান সিদ্দিকী। হেলিকপ্টারে হুজুরের আগমনে হাজার হাজার উৎসুক মানুষের ঢল নামে। বৃহস্পতিবার বিকাল ৩টায় হেলিকপ্টারে করে মাও. হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ মাহফিলে উপস্থিত হন।
এর আগে হেলিকপ্টার হুজুর নামে পরিচিত এই হুজুরকে দেখতে সকাল থেকেই গোস্তাবহলী ওয়াজ মাহফিলে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা অপেক্ষা করতে থাকে। উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সৌজন্যে- যুগান্তর