রাজশাহীতে বিএসএফের গুলিতে জামাল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এদিকে, ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোরে গোদাগাড়ী উপজেলার ময়নার ট্যাগ গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী সাহেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন।
এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার ৩৫ বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বাকীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই জামাল নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এদিকে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে শাহ আলম নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।