না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডায় আফতাব নগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর শেষ কথাটি হয়েছে তার ব্যক্তিগত সহকারী রোজেনের সঙ্গে।
রোজেনকে ডেকে বুলবুল বলেন, “তাড়াতাড়ি বাসায় আসো, আমার হার্টঅ্যাটাক হয়েছে।” এ কথা বলার ১০-১৫ মিনিটের মধ্যেই পরপারে পাড়ি জমান বুলবুল। রোজেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রোজেনের ভাষ্য- ভোর ৪টার দিকে স্যার ফোন করে বলেন, তাড়াতাড়ি বাসায় আসো, আমার হার্টঅ্যাটাক হয়েছে। এরপর ১০-১৫ মিনিটের মধ্যে আমি স্যারের বাসায় যাই। কিন্তু গিয়ে তার কোনো পালস পাইনি।
রোজেন জানান, পরে বুলবুলকে দ্রুত রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। বাসায় যাওয়ার পর বুলবুলের সঙ্গে তার কোনো কথা বলার সুযোগ হয়নি বলে জানান রোজেন।