Search
Close this search box.
Search
Close this search box.

turkey-prayerতুরস্কের আকশাহর পৌরসভায় টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ৫২০ জন শিশুকে সাইকেল পুরষ্কার হিসেবে দেয়া হয়েছে। সম্প্রতি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে “চলো মসজিদে যাই, ফজর নামাজে শরীক হই” স্লোগানে আকশাহর পৌরসভার এক বিশেষ প্রকল্পের আওতায় এবং নগরীর ইফতা বোর্ডের সহায়তায় ‘বাইসাইকেল বিতরণ’ এর এই উদ্যোগ গ্রহন করা হয়।

প্রতিযোগিতার লক্ষ্য ছিলো- শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং একত্ববাদ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে।

chardike-ad

আকশাহর পৌরসভা প্রতিনিধি মুহাম্মদ আলিদী, পৌর-মেয়র সালেহ আক্কায়া ও মুফতী আহমদ কারদাশের উপস্থিতিতে শহরের সংস্কৃতি-বিষয়ক কার্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শিশুদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে স্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।