নির্বাচনে অনিয়মের অভিযোগ অসত্য দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের দাবি মেনে নতুন করে নির্বাচন দেয়ার কোনো সুযোগ নেই। তারা যে অনিয়মের অভিযোগ করেছেন তার কোনো সত্যতা নেই। এটি অসত্য।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলেন সিইসি আরও বলেন, কেউ লিখিত অভিযোগ করলেও গেজেট প্রকাশে কোনো বাধা নেই। আমরা অনিয়মের কোনো অভিযোগ পাইনি। সংবাদ মাধ্যমেও দেখিনি।
নুরুল হুদা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগণ যেভাবে ভোট দিয়েছে সেভাবে ফল হয়েছে। এবার নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণ ভোট হলেও কিছু জায়গায় সহিংসতায় ১৪ জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন সিইসি।
সিইসি বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর জাতি মূলত ভোট উৎসবে মেতেছিল।