Search
Close this search box.
Search
Close this search box.

fakrulবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন জাতির সঙ্গে নিষ্ঠুর প্রহসন, ভবিষ্যতে জাতির জন্য বড় ক্ষতি হয়ে গেল। একাদশ জাতীয় নির্বাচন শেষে রোববার রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরেই তিনি এ কথা বলেন। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথাই বলেন ফখরুল। এর বেশি কিছু বলেননি বিএনপির শীর্ষ এই নেতা।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা ঢাকার বাইরে থেকে আসার পর পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারের নিচে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

chardike-ad