Search
Close this search box.
Search
Close this search box.

 

bangladesh-cricket-team

chardike-ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে সমাপ্তি টানল বাংলাদেশ। ২০১৯ সালে ব্যস্ত সময় কাটাবে টাইগাররা। নতুন বছরে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) রয়েছে বেশ কয়েকটি সিরিজ।

পরে মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে আয়ারল্যান্ড ও উইন্ডিজকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে মাশরাফি বাহিনী। এ সিরিজের পরই ইংল্যান্ড বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে তারা।

বিশ্বকাপ শেষে অক্টোবরে হোমগ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। একই মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেখানে বিরাট বাহিনীর বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে সাকিব-তামিমরা। ভারত সফর শেষ ডিসেম্বরে শ্রীলংকা সফরে যাবে তারা। লংকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে স্টিভ রোডসের শিষ্যরা। লংকান সিরিজ দিয়েই ২০১৯ সাল শেষ করবে তারা।