সর্বোচ্চ রানের রেকর্ডটা হলো না বাংলাদেশের। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে চলতি বছর মার্চেই ২১৫ রানের ইতিহাস গড়েছিল টাইগাররা। এবার সেটাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। তবে রেকর্ড গড়তে না পারলেও নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বারের মত দুই শ’ রানের গণ্ডি পার হলো সাকিব আল হাসানের দল।
ঢাকার মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়ে পস হেরেছিল বাংলাদেশ দল। কিন্তু প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় তারা। ব্যাট করতে নেমে লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ২১১ রান করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সিরিজ জয় করতে হলে ২১২ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
৩৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন দাস। তার দেখানো ঝড়ো গতিকে অনুসরণ করেন মাহমুদউল্লাহ এবং সাকিব। দু’জন গড়ে তোলেন ৯১ রানের দুর্দান্ত এক জুটি। মাত্র ৭ ওভারে এই জুটি গড়েন তারা দু’জন। শেষ ৫ ওভারে সাকিব আর মাহমুদউল্লাহ মিলে তোলেন ৭১ রান।
২৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান এবং ২১ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।