ভয়েস ফিশিং আক্রমণ ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি এআই উন্নত করবে দক্ষিণ কোরিয়া। দেশটির আর্থিক নজরদারি-বিষয়ক প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল সুপারভাইজরি সার্ভিস (এফএসএস) এবং এসকে টেলিকম যৌথভাবে এ প্রকল্প উন্নয়নে কাজ করবে। খবর জেডডিনেট।
খবরে বলা হয়েছে, সহযোগিতা হিসেবে এফএসএস তাদের কাছে সংরক্ষিত সব ধরনের অবৈধ আর্থিক তথ্যের হিসাব সরবরাহ করবে এবং এসকে টেলিকম সেগুলো নিয়ে উন্নত মানের এআই দাঁড় করাবে। যাতে তারা সব ধরনের সন্দেহজনক ভয়েস ফিশিং কলের বিষয়ে গ্রাহকদের সতর্ক করতে পারে।
এফএসএস জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ভয়েস ফিশিংয়ের কারণে প্রায় ১ হাজার ৫৯০ লাখ ডলার ক্ষতি হয়েছে। বর্তমানে কিছু কিওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ফিশিং আক্রমণ প্রতিরোধের চেষ্টা করা হয়। তবে দক্ষিণ কোরিয়ার নতুন এ ভয়েস ফিশিং প্রতিরোধী এআই বহুমাত্রিক ব্যবস্থায় কাজ করবে। আগামী বছরের প্রথম দিকেই এ সেবা চালু হবে বলে আশা করেছে এফএসএস।
বিশ্বজুড়ে ভয়েস ও ই-মেইলের মাধ্যমে ফিশিং ভয়াবহ আকার ধারণ করেছে। সাইবার নিরাপত্তা-বিষয়ক প্রতিষ্ঠান ফায়ারআই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫০ কোটির বেশি ভুয়া ই-মেইল পাঠানো হয়েছে।
সৌজন্যে- বণিক বার্তা