Search
Close this search box.
Search
Close this search box.

teletalkচতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর-জি চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। টেলিটকের প্রকল্প পরিচালক রেজাউল কবির জানিয়েছেন, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বাণিজ্যিকভাবে টেলিটকের ফোর-জি চালু হয়েছে।

তিনি বলেন, ‘প্রথম এই সেবা ঢাকার কয়েকটি অঞ্চলে পাওয়া যাচ্ছে। টেলিটকের গ্রাহকরা খুব শিগগিরই দেশের সব জায়গা থেকে এই ইন্টারনেট সেবা পাবেন।’

chardike-ad

রেজাউল কবির বলেন, ‘আমরা বিজয়ের মাসে ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিকভাবে ফোর-জি সেবা চালুর উদ্যোগ নিয়েছি। আগামী মাসে চট্টগ্রাম অঞ্চল কভার হবে। সে পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি। এরপর আস্তে আস্তে আমরা জেলা শহরগুলোতে এই সেবা চালু করব।’

তিনি বলেন, ‘শুরুতে রাজধানীর গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, রমনা, মতিঝিল, মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় টেলিটকের ফোর-জি নেটওয়ার্ক পাবেন গ্রাহকরা।’

সূত্র জানায়, এই নেটওয়ার্কেই গ্রাহকরা পাবেন সেরা গতির ইন্টারনেট। টেলিটক ফোর-জি’র ডাউনলোড স্পিড থাকবে ৪০ এমবিপিএস ও আপলোড স্পিড থাকবে ১৫ এমবিপিএস। ফোরজি সেবা পেতে বর্তমান থ্রি-জি গ্রাহকদের ফোর-জি লিখে ‘১১১’ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

বাংলাদেশে ফোরজি চালুর প্রায় ১০ মাস পর অবশেষে এই সেবা চালু করল টেলিটক। এর আগে গত ফেব্রুয়ারি মাসে লাইসেন্স পেয়ে ফোর-জি প্রযুক্তি চালু করে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।