সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কত কিছুই না ভাইরাল হয়ে যায়। সাধারণ বিষয়েও তাতে হৈচৈ পড়ে যায়। এমনই একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাহলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগানের কুরআন তেলাওয়াত।
ভিডিওটিতে দেখা যায় কোনো এক গোরস্থানে তুরস্কের প্রেসিডেন্ট পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে বড় ও দ্বিতীয় সুরা ‘সুরা বাক্বারা’র প্রথম পাঁচটি আয়াত তেলাওয়াত করেন।
তার অনেক সুন্দর ও দরদী কণ্ঠের কুরআন তেলাওয়াত যে কারো হৃদয়কে আকর্ষণ করবে। একটি দেশের রাষ্ট্র প্রধানের কুরআন তেলাওয়াত হতে সব মানুষে জন্য অনুপ্রেরণা।
স্বাভাবিকভাবে এরদোগান ইসলাম ও মুসলমানদের প্রতি অনেক শ্রদ্ধা ও সহনুভূতিশীল। তাইতো তিনি বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ ও মানবতার সেবায় এগিয়ে যান।
https://www.facebook.com/mnhmahmudi/videos/2181874358753729/