Search
Close this search box.
Search
Close this search box.
farmer work on rice field

দক্ষিণ কোরিয়ার কৃষিপ্রধান অঞ্চলগুলোয় চলতি বছর আবহাওয়া বেশ প্রতিকূল ছিল। এর জের ধরে দেশটিতে ধানের আবাদ ব্যাহত হয়েছে। ফলে ২০১৮-১৯ মৌসুমে দেশটিতে চাল উৎপাদন আগের মৌসুমের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কমতে পারে। গতকাল প্রকাশিত মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

ইউএসডিএর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার জের ধরে ২০১৮-১৯ মৌসুমে দক্ষিণ কোরিয়ায় সব মিলিয়ে ৩৮ লাখ ৬০ হাজার টন চাল উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কম। ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে মোট ৩৯ লাখ ৭০ হাজার টন চাল উৎপাদন হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দক্ষিণ কোরিয়ায় চাল উৎপাদন কমতে পারে ১ লাখ ১০ হাজার টন। বিগত এক দশকের মধ্যে এ মৌসুমেই দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে কম চাল উৎপাদন হতে পারে।

chardike-ad

চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রকাশিত এক প্রতিবেদনে ২০১৮-১৯ মৌসুমে দক্ষিণ কোরিয়ায় সব মিলিয়ে ৩৮ লাখ ৭০ হাজার টন চাল উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল ইউএসডিএ। অর্থাৎ, ২০১৮-১৯ মৌসুমে দক্ষিণ কোরিয়ায় আগের প্রাক্কলনের তুলনায় ১০ হাজার টন কম চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বৈরী আবহাওয়ায় উৎপাদন কমার কারণে ২০১৮-১৯ মৌসুমে দক্ষিণ কোরিয়া থেকে চাল রফতানি সাকল্যে ৫৩ হাজার টনে নেমে আসতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা আগের মৌসুমের তুলনায় ১৫ দশমিক ৮৭ শতাংশ কম।