আজ দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের হয়ে মাঠে নামছে বাংলাদেশী নিশাত। দক্ষিণ কোরিয়ার সুপরিচিত ক্রিকেটার নিশাত নাজমুস সাকিব দীর্ঘদিন ধরে কোরিয়ার ক্রিকেট লীগে সুনামের সাথে খেলে আসছিলেন। ফিলিপাইনে শুরু হওয়া আইসিসি টি-টোয়েন্টি বাছাই পর্বের এশিয়া প্যাসিফিক অঞ্চলের খেলায় ফিলিপাইনের বিপক্ষে প্রথমবারের মত দক্ষিণ কোরিয়ার জার্সি গায়ে দেখা যাবে নিশাতকে। নিশাত ছাড়াও বাংলাদেশী বংশোদ্ভূত সজল কোরিয়া জাতীয় দলের হয়ে খেলছেন। কোরিয়ার জাতীয় দলে দুইজন ক্রিকেটারের সুযোগ পাওয়া এই প্রথম।
প্রায় ৮ বছর আগে দক্ষিণ কোরিয়ায় আসার পর থেকে নিশাত নিজের চাকরির পাশাপাশি ক্রিকেট খেলে আসছিলেন। কোরিয়ার ক্রিকেট লীগে নিশাতের নেতৃত্বে বিকে রাইডার্স ২০১৬ সাল থেকে খেলা শুরু করে। দ্বিতীয় বিভাগে খেললেও নিজেদের ভাল পারফর্মেন্সের কারণে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় বিকে রাইডার্স। এছাড়া দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিভিন্ন ক্রিকেট টুর্ণামেন্টে নিশাত কয়েকটি টিমের নেতৃত্ব দিয়েছেন।
আইসিসি টি-টোয়েন্টি বাছাই পর্বের এশিয়া প্যাসিফিক অঞ্চলের খেলায় দক্ষিণ কোরিয়া ছাড়া ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপান অংশ নিচ্ছে।
দক্ষিণ কোরিয়ার খেলার সময়সূচি (কোরিয়ান সময় অনুযায়ী)
গ্রুপ বিঃ ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া
১ ডিসেম্বর- ১৪.৩০ – দক্ষিণ কোরিয়া বনাম ফিলিপাইন
২ ডিসেম্বর- ১০.৩০ – দক্ষিণ কোরিয়া বনাম ইন্দোনেশিয়া
৩ ডিসেম্বর- ১৪.৩০ – দক্ষিণ কোরিয়া বনাম জাপান
৫ ডিসেম্বর- ১৪.৩০ – দক্ষিণ কোরিয়া বনাম ফিলিপাইন
৬ ডিসেম্বর- ১০.৩০ – দক্ষিণ কোরিয়া বনাম ইন্দোনেশিয়া
৭ ডিসেম্বর- ১৪.৩০ – দক্ষিণ কোরিয়া বনাম জাপান