আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন দুই ক্রিক্রেট তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।
রোববার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করবেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া শনিবার সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।
মাশরাফি নড়াইল আর সাকিব মাগুরা থেকে মনোনয়নপত্র নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত ২৯ মে ক্রিকেটার মাশরাফি ও সাকিব নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি তখন বলেন, তারা যদি নির্বাচনে আসেন, তাহলে তাদের ভোট দেবেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে শুক্রবার সকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিসে মনোনয়ন ফরম বিক্রির জন্য খোলা হয়েছে আট বিভাগের আটটি বুথ। মনোনয়নপ্রত্যাশীরা তাদের কর্মী-সমর্থক নিয়ে ভিড় জমিয়েছেন সেখানে।
এবার ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম। গতবার ফরম বিক্রি থেকে আওয়ামী লীগের তহবিলে জমা পড়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা।