Search
Close this search box.
Search
Close this search box.

thiefএয়ার অ্যারাবিয়ার একটি বিমান থেকে লাগেজ কেটে মালামাল চুরির সময় চারজনকে আটক করেছে শাহজালাল বিমানবন্দরের আর্ম ফোর্সড ব্যাটালিয়ান পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে এয়ার অ্যারাবিয়ার জি নাইন-৫১৮ ফ্লাইটটি অবতরণের পর লাগেজ নামানোর সময় জিসান ও ইসরাফিল নামের দুইজন এয়ার অ্যারাবিয়ার ট্রাফিক সহযোগী লাগেজ কেটে মোবাইলফোন বের করে।

এ সময় আর্মড ফোর্সড ব্যাটালিয়ান পুলিশ দুইজনকে হাতে নাতে আটক করে। জানা যায়, লাগেজ কাটার সময় বাংলাদেশ বিমানের জিয়াউর রহমান, নজরুল নামের দুইজন ট্রাফিক সহযোগী বিষয়টি দেখলেও তারা চুপচাপ ছিল। বিমানবন্দরের নিয়ম অনুযায়ী এরকম ঘটনা দেখলে সাথে সাথে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তকে জানানো। কিন্তু তারা সেটা করে নি। পুলিশ চারজনকেই আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

chardike-ad

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। এর মধ্যে এয়ার অ্যারাবিয়ার জিসান ও ইসরাফিলকে ১ বছর ও  জিয়াউর রহমান ও নজরুলকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।