Search
Close this search box.
Search
Close this search box.

pirojpurপিরোজপুরে বৃদ্ধ বাবাকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে তার ছেলে ওলামালীগ নেতা। শুক্রবার সকাল সোয়া ১০টায় উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত বাবা মো. শুকুর আলী মোল্লাকে (৭২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আর অভিযুক্ত ছেলে মো. রফিকুল ইসলাম উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক ও ইসলামি ফাউণ্ডেশনের উপজেলা মডেল তত্ত্বাবধায়ক বলে উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা শেখ মনির আহম্মেদ নিশ্চিত করেছেন।

chardike-ad

ওলামালীগ নেতা রফিকুল ইসলাম উপজেলার নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাশে বড় বুইচাকাঠী গ্রামে আল-হেরা মহিলা মাদ্রাসার পরিচালক।

আহত বাবা শুকুর মোল্লা জানান, ওই দিন সকালে পুরান বাড়িতে বসে দ্বিতীয় ছেলে রফিকুল ইসলামের (৪০) স্ত্রী তার (রফিক) সামনে বসে আমার সঙ্গে অশোভন আচরণ করে। এ নিয়ে কথার একপর্যায়ে রফিক ঘরে থাকা হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আহত করে।

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাবা নিজেই হাতুড়ি দিয়ে নিজের মাথায় আঘাত করে হাসপাতালে ভর্তি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. কাওছার হোসেন জানান, তার অবস্থা বেশ আশঙ্কাজনক।