জার্মানির জোট সরকারের নেতৃবৃন্দ নতুন অভিবাসন আইনে সম্মত হয়েছেন৷ ফলে ইউরোপের বাইরের দেশের শিক্ষিত ও দক্ষ নাগরিকদের জন্য জার্মানিতে কাজ পাওয়া ও বসবাস সহজ হচ্ছে৷
তবে এই আইনের কারণে দরিদ্র ও শিক্ষিত নন, এমন ব্যক্তিদের জার্মানিতে অভিবাসন পাওয়া কঠিন হবে৷ ‘‘আমরা অযোগ্য ‘থার্ড-কান্ট্রি ন্যাশনাল’দের (ইউরোপের বাইরের দেশের নাগরিক) অভিবাসন চাই না,” চুক্তিতে লেখা হয়েছে৷
মঙ্গলবার ভোরে এই আইনে সম্মত হওয়ার বিষয়টি জানায় জার্মানির জোট সরকার৷ সামাজিক গণতন্ত্রী দল এসপিডির শ্রমমন্ত্রী হুব্যার্টুস হাইল ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের সঙ্গী সিএসইউ-র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার চুক্তিতে সই করেন৷
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই কট্টরপন্থি সেহোফার জার্মানির অভিবাসন পদ্ধতিতে সংস্কার আনার চেষ্টা চালিয়ে গেছেন৷ তাঁর দাবি মানা না হলে গত জুনে পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন তিনি৷
জার্মানির নতুন আইনে ক্যানাডার আইন অনুসরণ করা হয়েছে৷ ফলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স, ভাষাগত দক্ষতা, ‘আর্থিক নিরাপত্তা’, কোম্পানির কাছ থেকে পাওয়া ‘জব অফার’ ইত্যাদি বিবেচনা করে অভিবাসন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে৷
নতুন আইনে জার্মান অর্থনীতিতে দক্ষ বিদেশি কর্মীদের অবদান স্বীকার করা হয়েছে৷ ফলে আরো বেশি করে বিদেশিদক্ষ কর্মী আনারপ্রক্রিয়া সহজ হচ্ছে৷ আইনের এক প্রস্তাবে বলা হয়েছে, এখন থেকে নিয়োগ দেয়ার ক্ষেত্রে প্রথমে জার্মান নাগরিকদের অগ্রাধিকার দিতে কোম্পানিগুলোর উপর এতদিন যে সরকারি চাপ ছিল, এখন থেকে তা থাকবে না৷
এছাড়া বিদেশি গ্র্যাজুয়েট ও কারিগরি শিক্ষায় শিক্ষিত কর্মীরা চাকরি খুঁজতে ছয় মাসের জন্য জার্মানিতে আসতে পারবেন৷ তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, আগ্রহী প্রার্থীদের চাকরি করার জন্য পর্যাপ্ত যোগ্যতা, প্রশিক্ষণ ও জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে৷ এছাড়া জার্মানিতে থাকার মতো পর্যাপ্ত অর্থও প্রার্থীর থাকতে হবে৷
সৌজন্যে- ডয়েচে ভেলে