Search
Close this search box.
Search
Close this search box.

samsungচিনের স্মার্টফোন কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতায় এই সপ্তাহে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করবে স্যামসাং। নতুন এই দুটি ফোনের নাম গ্যালাক্সি জে৬ প্লাস আর গ্যালাক্সি জে৪ প্লাস। ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে এই ফোন দুটি উন্মোচন করবে স্যামসাং। গ্যালাক্সি জে৬ প্লাস ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা। একই সাথে এই ফোনের পাশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই প্রথম কোন ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যাবে।

অন্যদিকে গ্যালাক্সি জে৪ প্লাস ফোনে এমন একাধিক ফিচার থাকবে যা তরুণ প্রজন্মকে আর ভালো করে নিজেদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করবে।

chardike-ad

এই বছরের শুরুতে গ্যালাক্সি জে৬ আর জে৮ মিডরেঞ্জ ফোন দুটি উন্মোচন করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। জুলাই মাসে ভারতে কুড়ি লক্ষ গ্যালাক্সি জে৬ আর জে৮ বিক্রি করেছিল স্যামসাং। প্রসঙ্গত ভারতে জে সিরিজের ফোনগুলি গ্যালাক্সি ব্র্যান্ডের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন।