Search
Close this search box.
Search
Close this search box.

আজ সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। সুনান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মুন জে ইনকে স্বাগত জানান উত্তর কোরিয়ার কিম জং উন। সকাল ১০টা ৮ মিনিটে মুন জে ইন এবং ফার্স্ট লেডি লি বিমান থেকে নামেন। মুন জে ইন বিমান থেকে নেমেই কিম জং উনকে জড়িয়ে ধরেন। এয়ারপোর্টে হাজার হাজার উত্তর কোরিয়ার নাগরিক ফুল এবং পতাকা নিয়ে মুনকে উত্তর কোরিয়ায় স্বাগত জানান। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আজকের দুই দেশের সামিটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

chardike-ad

আজ বিকালে আনুষ্ঠানিকভাবে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা।  আলোচনায় মুন জে ইন পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে অচলাবস্থা দেখা দিয়েছে তা নিরসনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। কোরীয় উপদ্বীপকে নিরস্ত্রীকরণের মার্কিনী প্রচেষ্টায় সহায়তা করাই মুনের এবারের সফরের উদ্দেশ্য।

এর আগে এপ্রিলে দু’নেতা প্রথমবারের মতো বৈঠক করেন। মুন জে ইনের পূর্বসূরি কিম দে জং ২০০০ সালে ও রাজনৈতিক গুরু রো মু হিউন ২০০৭ সালে উত্তর কোরিয়া সফর করেন।