Search
Close this search box.
Search
Close this search box.

srilanka-maldevesশ্রীলঙ্কাকে ২ গোলে হারানো ভারতকে সেমিফাইনালের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলো না। শুক্রবার মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় সবার আগে সেমিফাইনাল নিশ্চিত হলো ৭ বারের চ্যাম্পিয়ন ভারতের।

মালদ্বীপকে রুখে শ্রীলঙ্কাও কিঞ্চিত সম্ভাবনা বাঁচিয়ে রাখলো। এখন তারা তাকিয়ে থাকবে ভারত-মালদ্বীপের ম্যাচের দিকে। ওই ম্যাচে মালদ্বীপ ৩-০ গোলে হারলে শেষ চারে উঠে যাবে শ্রীলঙ্কা।

chardike-ad

sentbe-adশুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপ ও শ্রীলঙ্কার ম্যাচটি দুই অর্ধে ছিল দুই রকম। প্রথমার্ধে মালদ্বীপ প্রাধান্য নিয়ে খেলেছে। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ম্যাচের লাগাম ছিল পাকির আলীর দল শ্রীলঙ্কার হাতে।

শেষ ২০/৩০ মিনিট শ্রীলঙ্কা নাভিশ্বাস উঠিয়ে ছাড়ে মালদ্বীপের। কিন্তু গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ফয়সাল। তার চার চারটি দুর্দান্ত সেভ মালদ্বীপকে বাঁচিয়েছে পরাজয় থেকে।