Search
Close this search box.
Search
Close this search box.

sah-amanat-airportচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে পাঁচ কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ইউএস বাংলার ফ্লাইটের যাত্রী গিয়াস উদ্দিনের কাছ থেকে এই সোনা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান।

কাস্টমস সূত্র জানায়, আগে থেকেই খবর ছিল মাসকাট থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটে অবৈধ সোনা বহনকারী রয়েছে। এমন খবরের ভিত্তিতে সকাল ৮টার দিকে ইউএস বাংলার ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর যাত্রীরা কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় কাস্টমস কর্তৃপক্ষ সন্দেহজনক গতিবিধির কারণে যাত্রী গিয়াস উদ্দিনকে আটক করে। পরে তার সাথে থাকা লাগেজ তল্লাশি করে পাঁচ কেজি ওজনের সোনা উদ্ধার করা হয়।

chardike-ad

এই ঘটনায় যাত্রী গিয়াস উদ্দিনকে আটক করে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।