Search
Close this search box.
Search
Close this search box.

kimজাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শ্বেতপত্রে উত্তর কোরিয়াকে ‘হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত দুই বছরের ব্যাপক আগ্রাসী আচরণের পর কয়েক মাস ধরে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ ও পরমাণবিক অস্ত্র পরিত্যাগের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু জাপান এখনো দেশটিকে তাদের জন্য হুমকি হিসেবে গণ্য করছে।

২৮ আগস্ট, বুধবার প্রকাশিত বার্ষিক এ শ্বেতপত্রে বলা হয়, ‘উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা অত্যন্ত গুরুতর এবং তারা জাপানের জন্য ভয়াবহ হুমকি।’ উত্তর কোরিয়া ছাড়াও চীন ও রাশিয়ার ক্রমাগত বাড়তে থাকা সামরিক প্রভাবকেও রাশিয়ার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে।

chardike-ad

sentbe-adউত্তর কোরিয়া-জাপানের তিক্ততা বহুদিনের। উত্তর কোরিয়া জাপানকে বিভিন্ন সময় হুমকি দিয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জাপান বারবার আপত্তি জানিয়েছে, উত্তর কোরিয়াও কড়া ভাষা সে সবের জবাব দিয়েছে।

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমা অতিক্রমও করেছিল একবার। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফর বাতিলের প্রেক্ষাপটে জাপান তাদের এ প্রতিরক্ষা শ্বেতপত্রটি প্রকাশ করল।