চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরের একটি প্রাইভেট হাসপাতালে দুই মাথাযুক্ত এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। শনিবার বিকেলে শিশুটির জন্ম হয়। বর্তমানে মা শিশু দুইজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
কচুয়া উপজেলার তুলপাই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী নাছরিন (২৩) প্রসব বেদনা নিয়ে নারায়ণপুর বায়েজিদ মেমোরিয়েল হাসপাতালে ভর্তি হন। পরে বিকেলে ওই হাসপাতালের চিকিৎসক মিথুন, সারমিন ও ওমর ফারুকের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথাবিশিষ্ট শিশুটির জন্ম হয়।
এদিকে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্মের সংবাদ শুনে উৎসুক জনতা এক নজরে ওই শিশুটিকে দেখার জন্য হাসপাতালে ভিড় করেন। দুই মাথাবিশিষ্ট শিশুটির পরিবারের সদস্যরা জানান, প্রবাসী বাবুল-নাছরিনের এটি প্রথম সন্তান।