আগেরদিন বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটার সূচি ঠিক করা হয়েছিল আবার। সেই দ্বিতীয় আন-অফিশিয়াল টি-টোয়েন্টি বেশ বড় ব্যবধানেই আয়ারল্যান্ড উলভসের কাছে হেরে গেছে বাংলাদেশ ‘এ’। ২০২ রান তাড়া করতে গিয়ে ১৫ ওভারে ১০৪ রানেই আটকে গেছে সৌম্য সরকারের দল। প্রথম টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ ‘এ’।
প্রথমে ব্যাটিং করা উলভসের প্রথম চারজন আইরিশ ব্যাটসম্যানই ছুঁয়েছেন ত্রিশ। স্টুয়ার্ট থম্পসনের ৩৮ বলে ৪৭, উইলিয়াম পোর্টারফিল্ডের ৩৪ বলে ৪৫ রানের ইনিংসের সঙ্গে গ্যারেথ ডেলানির ১৫ বলে ৩৭ ও কেভিন ও’ব্রায়েনের ১৩ বলে ৩০ রানের ইনিংস অনেকখানি এগিয়ে দিয়েছে উলভসের রানের গতি। সিমি সিং মাঝে ১২ বলে ১২ রানে ফিরলেও অ্যান্ডি ব্যালবার্নির ৯ বলে ১৮ রানের ইনিংসে ২০০ পেরিয়েছে উলভস।
ঝড় গেছে মোটামুটি তাই সব বোলারদের ওপর দিয়েই। সাইফউদ্দিন নিয়েছেন ৩৩ রানে ৩ উইকেটে, তাইজুল ইসলাম নিয়েছেন ২৭ রানে ২ উইকেট। বাকিরা ছিলেন উইকেটশূন্য।
২০৩ রানের লক্ষ্য, উলটো নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ ‘এ’। নয়ে নেমে ২৫ বলে ২৪ রান করেছেন নাঈম হাসান, ইনিংস সর্বোচ্চ সেটাই। তার সঙ্গী ছিলেন ১৬ বলে ১৫ রান করা সাইফউদ্দিন। তবে এরপরই নেমেছে বৃষ্টি, খেলা শুরু হতে পারেনি আর।
ডি-এল পদ্ধতিতে ৫১ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’।