নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ফারিয়া মাহজাবিনের (২৮) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম ফারিয়াকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পরে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিনগত রাতে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ওই ফারিয়াকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস এবং মেসেঞ্জারে অডিও ক্লিপ রেকর্ড পোস্ট করার অভিযোগ আনা হয়।
সৌজন্যে- বাংলানিউজ