Search
Close this search box.
Search
Close this search box.

saudi-accidentসৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের ৪ জন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত (বাংলাদেশ সময়) সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাটি ঘটেছে সৌদি আরবের জেদ্দায়। জানা গেছে একই পরিবারের ৬ সদস্য তায়েফ যাওয়ার পথে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এ দুর্ঘটনায় বাবা ও তিন মেয়ে নিহত হয়েছেন।

chardike-ad

নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), তার তিন মেয়ে – সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)। মশিউর রহমানের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। মশিউর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার সাঈদ ভাঙ্গা গ্রামের মৃত অহিদ রহমানের ছেলে।