মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। যার নৃশংসতা হার মানায় যেকোন কিছুকে। এক বাংলাদেশি নাগরিকের মৃতদেহ থেকে দুইটি কিডনি ও লিভার চুরির অভিযোগ উঠেছে।
বাংলাদেশির মৃতদেহ থেকে এই চুরি হয়েছে বলে মামলা দায়ের করতে আসলে তা তদন্ত করে দাখিলের অপেক্ষায় আছে বলে দৈনিক আল-আনবার রিপোর্টের বরাত দিয়ে কুয়েতের স্থানীয় একটি ইংরেজি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।
কুয়েতের স্থানীয় দৈনিকের প্রকাশিত খবরে বলা হয়েছে, এ নিয়ে স্থানীয় ফরওয়ানিয়া তদন্ত বিভাগের কাছে বাংলাদেশির মৃতদেহ থেকে দুইটি কিডনি ও লিভার চুরির অভিযোগ এসেছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত ব্যক্তি সাবাহ আল-নাসের থানায় অভিযোগ করেন যে, বাংলাদেশি লাশ থেকে লিভার ও দুটি কিডনি অপসারণ করা হয়েছে।
এদিকে হাসপাতালের রিপোর্টের জন্য অপেক্ষা করছে তদন্ত বিভাগ। ওই মৃত ব্যক্তি শরীরের অংশ দান করার সম্মতি ডকুমেন্ট স্বাক্ষরিত হতে পারে এমনটাও চিন্তা করছেন তারা। যদি অভিযোগকারী মিথ্যা বলে প্রমাণিত হয়, তবে ওই অজ্ঞাত বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। রিপোর্টে অভিযোগকারীর নাম উল্লেখ করা হয়নি।
সৌজন্যে- বাংলাদেশ প্রতিদিন