Search
Close this search box.
Search
Close this search box.

bangladesh-gvtপবিত্র ঈদুল-আযহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার বা কর্মচারীদের চলতি মাসের বেতন-ভাতা আগামী ১৬ আগস্ট প্রদান করা হবে।

আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও আগস্ট মাসের অবসর ভাতা একই দিন দেয়া হবে।

chardike-ad

sentbe-adপ্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত হয়েছে। নিয়ম হচ্ছে, মাসের ১৫ তারিখের পর এ ধরনের কোনো উৎসব থাকলে ওই মাস শেষ হওয়ার আগেই নন-গেজেটেড ও নন-কমিশন্ড কর্মচারীদের বেতন পরিশোধ করতে হয়।