Search
Close this search box.
Search
Close this search box.

pakistan-windienআন্তর্জাতিক সূচীর ব্যস্ততায় অনেকটা শঙ্কার মুখে পড়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশগ্রহণ। তবে শেষপর্যন্ত শর্তসাপেক্ষে নিজেদের খেলোয়াড়দের সপ্তাহখানেক বাদে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শর্ত তেমন কঠিন কিছু নয়। জাতীয় দলের পরবর্তী সিরিজের ক্যাম্পের আগে খেলোয়াড়রা সুস্থ শরীরে ক্যাম্পে যোগ দিতে পারলেই কোন আপত্তি থাকবে না বোর্ডের, এই শর্তেই অন্তত ১১ ক্রিকেটারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান করেছে পিসিবি।

chardike-ad

সিপিএলে অংশ নিতে ছয় দলের মধ্যে পাঁচটিতেই অন্তত একজন করে পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন। সর্বোচ্চ ৩ জন পাকিস্তানি খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টস ও সেন্ট লুসিয়া স্টার্সে।

বার্বাডোজের হয়ে খেলবেন ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান ও মোহাম্মদ ইরফান। সেন্ট লুসিয়ার হয়ে মাঠে নামবেন মোহাম্মদ সামি, রুম্মন রাইস ও হুসাইন তালাত। এছাড়া শোয়েব মালিক ও সোহেল তানভীর গায়ানা আমাজন ওয়ারিয়র্সে, শহীদ আফ্রিদি ও ইমাদ ওয়াসিম জ্যামাইকা তালাওয়াজে ও ত্রিনিবাগো নাইট রাইডার্সে খেলবেন শাদাব খান।