Search
Close this search box.
Search
Close this search box.

thai-caveথাইল্যান্ডের চিয়াং মাইয়ের সেই গুহাকে এখন জাদুঘর বানানোর কথা ভাবা হচ্ছে। ১২ খুদে ফুটবলার ও তাদের কোচকে যে দুঃসাহসিক অভিযানে বাইরে বের করে আনা হয়েছে, তারই স্মরণে এমন কথা ভাবা হচ্ছে।

উদ্ধারকারীদের প্রধান নারোংসাক অস্টনাকর্ন সাংবাদিকদের জানান, এই জায়গাকে জাদুঘর বানিয়ে তোলা হবে। সেখানে রাখা হবে তাদের কাপড়চোপড়, উদ্ধার কাজে ব্যবহৃত নানা যন্ত্রপাতি। তিনি বলেন, মনে করছি, এই জায়গা থাইল্যান্ডের আরেকটা উল্লেখযোগ্য স্থান হয়ে উঠবে। পর্যটকরা আসবেন দেখতে।

chardike-ad

স্থানীয় সংবাদপত্রে এই অভিযানকে বিশ্ব সহযোগিতার জয় বলে বর্ণনা করেছে। এরই পাশাপাশি, এই ঘটনাকে ভিত্তি করে ফিল্ম বানানোর জন্য হলিউডের প্রযোজকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। পিওর ফিক্স প্রোডাকশন হাউসের ম্যানেজিং পার্টনার মাইকেল স্কট টুইটারে ফিল্ম বানানোর কথা ঘোষণা করে দিয়েছেন। ফিল্ম বানানোর কথা জানিয়েছেন পরিচালক জন এম চু-ও।