Search
Close this search box.
Search
Close this search box.

tarekরাশিয়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে ১৫ দিন ধরে জেলে আটক রয়েছেন তারেক হোসাইন (২০) নামে এক বাংলাদেশি যুবক। তারেক মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বুড়ারগুল গ্রামের মো. সিরাজ উদ্দীনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ফুটবলপ্রেমী তারেক বিশ্বকাপ আসরের খেলা দেখতে গেলো ২৮ জুন মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। মস্কোয় পৌঁছে তিনি পরিবারের সঙ্গে ফোনে কথা বলে জানান তার চাচা ইংল্যান্ডপ্রবাসী নাসির উদ্দিনের পূর্বপরিচিত মুন্নার সঙ্গে তিনি আছেন। পরে গেলো ৪ জুলাই বুধবার সন্ধ্যায় মুন্না ফোনে জানান, রাশিয়ান পুলিশ তারেকসহ মোট ৯ জনকে আটক করেছে।

chardike-ad

তারেকের বাবা সিরাজ উদ্দিন বলেন, আমার ছোট ভাই (লন্ডন প্রবাসী) নাসির উদ্দিন সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বলেছে, কয়েকজন বাংলাদেশিকে বর্ডার এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি আমাদের হেফাজতে আছে। খেলা শেষ হলেই তাদের বাংলাদেশে পাঠানো হবে।

তিনি আরও জানান, আজ দুই সপ্তাহ ধরে আমার ছেলের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আমার ছেলে কেমন আছে তা নিয়ে আমার পুরো পরিবার উদ্বিগ্ন। আমার স্ত্রী ছেলের চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছে।

তিনি ছেলেকে ফিরে পেতে রাশিয়াতে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিসের সহযোগিতা কামনা করেন।