Search
Close this search box.
Search
Close this search box.

Samsung-iPhone-Adআইফোন ১০ এর ডাউনলোড স্পিডকে কটাক্ষ করে নতুন একটি টিভি বিজ্ঞাপন তৈরি করেছে স্যামসাং। বিজ্ঞাপনটির শিরোনাম ‘ইনজেনিয়াস:স্পিড’। ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে দেখানো হয়, এক নারী ক্রেতা অ্যাপল স্টোরে আইফোন ১০ নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। এমন সময় একজন বিক্রয় কর্মী তার সহায়তায় এগিয়ে আসেন। ওই নারী তাকে ডাউনলোড স্পিডের ব্যাপারে জিজ্ঞেস করেন। বিক্রয় কর্মী তাকে বলেন, আইফোন ১০ এর ডাউনলোড স্পিড আইফোন ৮ এর চেয়ে বেশি।

এর জবাবে ওই নারী নিশ্চিত হওয়ার জন্য বলেন, আইফোন ১০ এর ডাউনলোড স্পিড তো আর গ্যালাক্সি এস৯ এর মতো না। তাই না? এ কথার জবাব কী দেবেন তা বুঝে উঠতে পারেননি অ্যাপলের সেই বিক্রয় কর্মী। এরপরে ভিডিওর শেষে লেখা হয় ‘আপগ্রেড টু গ্যালাক্সি’।

chardike-ad

মজার ব্যাপার হচ্ছে, গ্যালাক্সি এস৯ যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে না এমন রিপোর্ট আসার পরদিনই বিজ্ঞাপনটি প্রচার করেছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, গত প্রান্তিকে তিন দশমিক এক কোটি গ্যালাক্সি এস৯ ইউনিট বিক্রি করেছে স্যামসাং। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ২০১২ সালের পর থেকে বাজারে আসা আর কোনো গ্যালাক্সি সিরিজের ফোনের বিক্রি এতো কম ছিলো না।

সৌজন্যে- টেকশহর