শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রথমবারের মতো বাংলাদেশে অবস্থিত প্রায় ২০টি অ্যাম্বাসির অংশগ্রহণে দুদিনব্যাপি অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ২০১৮ অনুষ্ঠিত হয়। ফাইনালে ফিলিস্তিনিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় দক্ষিণ কোরিয়া।
এমন আয়োজনে ১৪ দলের সঙ্গে ছিল ডিপ্লোম্যাটিক পুলিশ ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি করে দল। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারায় কোরিয়া। অন্য সেমিতে ডিপ্লোম্যাটিক পুলিশের বিপক্ষে ফিলিস্তিনির জয় আসে ৫-০ গোলে। পরে ফাইনাল জিতে ১মবারের মতো অ্যাম্বাসি ফুটবল ফেস্টের শিরোপা ওঠে এশিয়ান ফুটবলের পরাশক্তি দক্ষিণ কোরিয়ার হাতে।
বিজয়ী দলের হাতে ফিফা বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তুলে দেন ডিন অফ ডিপ্লোম্যাট হিজ এক্সিলেন্সি জর্জ কোচারি। স্পোর্টস স্কুলের উদ্যোগে ব্যতিক্রমী এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রনালয়, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ব্যস্ততার মাঝেও এমন আয়োজন দারুন উপভোগ করে বিভিন্ন দূতাবাসে কর্মরতরা। আয়োজকরা ঘোষনা দেন নিয়মিত এমন ক্রীড়া উৎসব আয়োজনের।