Search
Close this search box.
Search
Close this search box.

bangladesh-fahimaবিশ্ব টি-টোয়েন্টির বাছাইয়ে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যপূরণের মাত্র দুই ম্যাচ দূরে এখন বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখলেন সালমা-রুমানারা। লেগস্পিনার ফাহিমা খাতুনের হ্যাটট্রিকে আরব আমিরাতের মেয়েদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল।

আমিরাতের মেয়েদের করা ৩৯ রানের জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নারী দল। তখনো নিজেদের ইনিংসের বাকি ৭৯টি বল। নিগার সুলতানার ২২ ও সানজিদা ইসলামের ১৫ রানের ইনিংসে মাত্র ৬.৫ ওভার ব্যাট করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

chardike-ad

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আরব আমিরাত। দলীয় ২৮ রানের মাথায় সাজঘরে ফিরেছিল তাদের মাত্র একজন ব্যাটসম্যান। পরের ১১ রানেই বাকি ৯ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের টিকিট ধরিয়ে দেন ফাহিমা, রুমানা, নাহিদারা।

ইনিংসের ১৩তম ওভারের শেষ ৩ বলে টানা ৩ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ফাহিমা। পরের ওভারেই ২ বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন আরেক স্পিনার রুমানাও। সবমিলিয়ে মাত্র ১৬.২ ওভারে ৩৯ রানে গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৮ রান খরচায় ৪ উইকেট নেন ফাহিমা। এছাড়া ২ ওভারে ১ মেইডেনের সহায়তায় ৪ রান খরচায় রুমানা ২টি ও ২.২ ওভারে ২ রান খরচায় ২ উইকেট নেন নাহিদা।

আগামী ১২ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদশের মেয়েরা। সেই ম্যাচে জিতলে পূরণ হবে কাঙ্ক্ষিত লক্ষ্য, মিলবে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টির টিকিট। পরে ফাইনাল জিতলে পূরণ হবে প্রত্যাশামাফিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটাও।