রাশিয়া বিশ্বকাপে লড়াইয়ের শেষ পর্যায়ে উপনীত হয়েছে। ৩২টি দল থেকে ছাটাই হতে হতে এখন অবশিষ্ট আছে মাত্র চারটি দল। এই চার দলকে নিয়ে হবে সেমিফাইনাল। সেমিফাইনালে দুটি ম্যাচে বিজয়ী দল খেলবে ফাইনালে। আর ফাইনালে জয়ী দল হবে রাশিয়ায় চলতি আসরে চ্যাম্পিয়ন।
রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা চারটি দল হলো- ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এর মধ্যে আগে একবার করে শিরোপা জিতেছে ফ্রান্স ও ইংল্যান্ড। এই চারটি দলের মধ্যে আগামী ১০ জুলাই ফ্রান্স মুখোমুখি হবে বেলজিয়ামের। পরদিন ১১ জুলাই ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে।
সেমিফাইনালের সূচি:
ফ্রান্স-বেলজিয়াম – ১০ জুলাই রাত ১২টা
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া – ১১ জুলাই রাত ১২টা