জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ৬.১০ মাত্রার এ ভূমিকম্পে কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গুরুরতর আহত হয়েছেন আরও ৮ জন। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে হতাহতের পাশাপাশি বহু ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস ও আগুনে পুড়ে গেছে।
অফিস শুরুর কিছুক্ষণ আগে আঘাত হানা এ ভূমিকম্পে কর্মস্থলমুখী মানুষের মধ্যে অতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ জন্য কোনো সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। জাপানের জনপ্রিয় সংবাদমাধ্যম এনএইচকে এবং টিভি আশাহি এ সংবাদ দিয়েছে।
ওসাকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের মধ্যে একজন ৯ বছরের বালিকা। দেয়াল চাপায় তার মৃত্যু হয়েছে। এছাড়া বাড়ির বুক শেলফের নিচে চাপা পড়ে একজন এবং একটি পুরাতন প্রাচীরের চাপায় ৮০ বছর বয়সী অপর এক বৃদ্ধ মারা গেছেন বলে জানিয়েছে এনএইচকে।
শক্তিশালী ওই ভূমিকম্পের পর সাময়িক রেল সার্ভিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সর্তকতা হিসেবে ওসাকা বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিলম্ব করা হয়েছে।