Search
Close this search box.
Search
Close this search box.

কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরিফ উল্লাহ (৩৫) নামের এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতা আরিফ উল্লাহ বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

chardike-ad

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রাত ৮ টার দিকে একটি অটোবাইকে করে ক্যাম্প থেকে বালুখালী ষ্টেশনে আসার পথে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত তাকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একইভাবে তার গলাও কেটে দেয়া হয়। পরে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত আরিফ উল্লাহকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, আরিফ উল্লাহ রোহিঙ্গা সংকটের শুরু থেকে বালুখালী-২ ক্যাম্পে হেড মাঝির দায়িত্ব পালন করে আসছিল। তার খুনের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।