প্রায় এক বছর পর উত্তর কোরিয়ায় বন্ধ হওয়া দূতাবাস চালু করতে যাচ্ছে মালয়েশিয়া। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ কথা বলেছেন। জাপান সফররত মাহাথির নিক্কেই এশিয়ান রিভিউকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘হ্যা, আমরা দূতাবাস আবারও চালু করতে যাচ্ছি।’
গত বছরের ফেব্রুয়ারিতে কুয়ালালামপুর বিমানবন্দরে নার্ভ এজেন্ট প্রয়োগ করে কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে হত্যা করা হয়। এ ঘটনার তদন্তের জের ধরে মালয়েশিয়া ও উত্তর কোরিয়া পাল্টাপাল্টিভাবে রাষ্ট্রদূতদের বহিষ্কার করে। এছাড়া নিজেদের নাগরিকদের দেশ দুটিতে ভ্রমণের ওপর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও আরো করা হয়। এক পর্যায়ে উত্তর কোরিয়ায় মালয়েশিয়ার দূতাবাসকে অবরুদ্ধ করে ফেলে পিয়ংইয়ং। পরে মালয়েশিয়ায় উত্তর কোরিয়ায় তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিমের বৈঠকের আগে প্রকাশিত সাক্ষাৎকারে মাহাথির বলেছেন, ‘নিজেদের স্বার্থ রক্ষার অধিকার উত্তর কোরিয়ার রয়েছে। আবার যে কোনো আলোচনায় যুক্তরাষ্ট্রেরও তার স্বার্থ রক্ষার অধিকার আছে।’