মানব পাচারের দায়ে অস্ট্রেলিয়ার এক নাগরিককে ৬ বছরের জেলা দেয়া হয়েছে। আব্বাস আলমি নামের ইরকি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান ইরাক থেকে একটি পরিবারকে নৌকা করে অস্ট্রেলিয়া নিয়ে আসার চেষ্টা করেছিল। সে তাদেরকে বলেছে অস্ট্রেলিয়া সরকার ইরাকিদের শরণার্থী হিসেবে গ্রহণ করছে, এবং সে তাদের জন্য নৌকার ব্যবস্থা করেছে।
ছোট্ট একটি নৌকায় ইরাক থেকে প্রশান্ত মহাসাগর পার হয়ে অস্ট্রেলিয়া পৌঁছাতে কয়েক মাস লেগে যায়, এবং ভয়ঙ্কর সমুদ্রে নৌকা ডুবে প্রানহানির আশংকা থাকে। তারপরেও এই মানব পাচাকারীদের পাল্লায় পরে অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে অস্ট্রেলিয়া আসার চেষ্টা করে।