yemenইয়েমেনের উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪৬ অভিবাসীর প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৬ ব্যক্তি। সোমালিয়া থেকে ইয়েমেন যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। জাতিসংঘ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন বলছে, ইয়েমেনি উপকূলে উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অন্তত ১০০ জন আরোহী নৌকাটিতে করে ইয়েমেন ও অন্যান্য আরব দেশে যাওয়ার চেষ্টা করছিলেন।

chardike-ad

এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, বুধবার সকালে এডেন সাগরে নৌকাটি ডুবে যায়। অভিবাসীদের সবাই ইথিওপিয়ান নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী ছিলেন।

প্রসঙ্গত, দারিদ্র্য পীড়িত ‘হর্ন অব আফ্রিকা’ (সোমালিয়া-ইথোপিয়া-সুদান) থেকে আরব দেশগুলোতে অভিবাসনের জন্য ইয়েমেনের নৌপথ গুরুত্বপূর্ণ একটি রুট।

সূত্র: বিবিসি