সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. হুমায়ুন কবির (৪৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার সৌদি আরবের আল কাছিম আল বাদাইয়ান এলাকার একটি মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে সাইকেলযোগে বাসায় ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুন কবির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হুমায়ুন কবিরের ছেলে রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবা হুমায়ুন কবির সৌদি আরবের আল কাছিম হেলথ্ ওয়াটারে কর্মরত ছিলেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবিরের মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাহফুজ বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবিরের মৃত্যুর খবর শুনেছি। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। দ্রুত তার মরদেহ দেশে আনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।