প্রথম ম্যাচে ৪৫ রানে হেরে গেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচ টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে ব্যাকফুটে টাইগাররা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছেন তারা। সিরিজ জিততে হলে এ ম্যাচে জয় ভিন্ন কোনো বিকল্প পথ খোলা নেই সাকিব বাহিনীর।
গেল ম্যাচে তিন বিভাগেই (ব্যাটিং-বোলিং-ফিল্ডিং) দুর্বলতা দেখা গেছে বাংলাদেশের। আত্মবিশ্বাসের ঘাটতি ছিল শারীরিক ভাষাতেও। জয় পেতে হলে এর সবই কাটিয়ে উঠতে হবে তামিম-মুশফিকদের।
ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। সেই লক্ষ্যে আজ একাদশে এক বা একাধিক পরিবর্তন আসতে পারে। পেস অলরাউন্ডার আবুল হাসান রাজুর বদলে ঢুকতে পারেন আরিফুল ইসলাম। আর পেসার আবু জায়েদ রাহীর পরিবর্তে জায়গা পেতে পারেন আবু হায়দার রনি। এ ছাড়া আগের ম্যাচের সবাই থাকছেন।
ওই ম্যাচে বাংলাদেশের হারে বড় প্রভাব ছিল আফগান দুই স্পিন জাদুকর রশিদ খান ও মুজিব-উর রহমানের। এ ম্যাচেও তারাই হতে পারেন ম্যাচের চালক। বাংলাদেশ দলে পরিবর্তন এলেও জয়ের ছন্দ ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারেন আফগানরা।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল ইসলাম/আবুল হাসান রাজু, আবু হায়দার রনি/আবু জায়েদ রাহী, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।
আফগানিস্তান সম্ভাব্য একাদশ : মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, আজগর স্তানিকজাই (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকউল্লাহ, রশিদ খান, করিম জানাত, মুজিব-উর রহমান ও শাপুর জাদরান।