Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়া সফর করে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছার কথা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ।

chardike-ad

বুধবার তিনি এ ইচ্ছা পোষণ করেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার পত্রিকা রোডং সিনমুন।-খবর স্পুটনিকের।

সিরিয়ায় উত্তর কোরিয়ার নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র উপস্থাপনের সময় আসাদ এমন মন্তব্য করেন বলে পত্রিকাটি জানিয়েছে।

এ সময়ে আসাদ বলেন, তার বাবা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আসাদ পিয়ংইয়ংয়ের সঙ্গে দামেস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন।

দুই কোরিয়ার একত্রীকরণ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট।

উত্তর কোরিয়ার রাজনৈতিক গতিবিধির প্রতি সমর্থন জানিয়ে আসাদ বলেন, দীর্ঘদিন ধরে সিরিয়া ও উত্তর কোরিয়া মার্কিন চাপের শিকার হয়ে আসছে। বিশেষ করে অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের ওপর এই চাপ প্রয়োগ করছে।