Search
Close this search box.
Search
Close this search box.
hijab
প্রতীকী ছবি

মুসলিম নারীদের বোরকা পরিধানে নিষেধাজ্ঞা আরোপকারী ইউরোপীয় দেশের তালিকায় নাম লেখাল ডেনমার্ক। বৃহস্পতিবার ডেনমার্কের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি উত্থাপন করে মধ্য-ডানপন্থী জোট সরকার। ৭৫-৩০ ভোটে বিলটি পাস হয়। আর ভোটদানে বিরত ছিলেন ৭৪ জন।

chardike-ad

সরকার অবশ্য দাবি করেছে বিশেষ কোনো ধর্মের প্রতি বিদ্বেষ প্রসুত হয়ে এই আইন পাস করা হয়নি। তবে বোরকা নিষিদ্ধ করা হলেও আইনে শিখদের পাগড়ি কিংবা ইহুদিদের মাথার টুপি নিষিদ্ধ করা হয়নি।

আগামী ১লা আগস্ট থেকে আইনটি কার্যকর হবে। কেউ এই আইন অমান্য করলে প্রথম দফায় ১ হাজার ডেনিশ ক্রোনার এবং দ্বিতীয় দফায় ১০ হাজার ক্রোনার জরিমানার বিধান রাখা হয়েছে। এর আগে অস্ট্রিয়া, ফ্রান্স ও বেলজিয়াম বোরকা নিষিদ্ধে আইন করেছিল।

আইনটির নিন্দা জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গাউরি ভ্যান গুলিক বলেছেন, ‘সব নারীর তাদের ইচ্ছা অনুযায়ী এবং বিশ্বাস ও পরিচয় অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা থাকা উচিৎ। এই নিষেধাজ্ঞা মুসলমান নারীদের বিশেষ করে যারা নিকাব ও বুরকা পরাকে বেছে নিয়েছেন তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’