Search
Close this search box.
Search
Close this search box.

biman travelঈদকে সামনে রেখে অভ্যন্তরীণ যাতায়াত ভাড়ায় ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুই হাজার থেকে দুই হাজার ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে বিভিন্ন রুটের টিকেট।এই ভাড়ায় ভ্রমণ করা যাবে ১৬ জুন থেকে ২১ জুনের মধ্যে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, ১৯ থেকে ২১ জুনের মধ্যে ঢাকা থেকে সৈয়দপুর রুটের টিকেট পাওয়া যাবে দুই হাজার টাকায়। এছাড়া, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে যশোর, ঢাকা থেকে বরিশালের টিকেট পাওয়া যাবে দুই হাজার টাকায়। ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামের টিকেট পাওয়া যাবে দুই হাজার ৩০০ টাকায়।

chardike-ad

এদিকে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল থেকে ঢাকায় আসা যাবে দুই হাজার টাকায়। একই সময়ে চট্টগ্রাম ও সিলেট রুটের টিকেট দুই হাজার ৩০০ টাকা। বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট এবং সিলেট ও চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলমান দুই হাজার টাকায় টিকেটের অফার আগামী ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।