অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আসাদুজ্জামান নামে তার এক আত্মীয়। তিনি জানান, রোববার রাতে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক ডা. এস এম আব্দুল্লাহ আল মামুনের অধীনে ৭১১ নং কক্ষে ভর্তি আছেন।
বুধবার জয়নুল আবেদিন ফারুকের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানান আসাদুজ্জামান।