Search
Close this search box.
Search
Close this search box.

note-9ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের এবছরের ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য বের হচ্ছে। আগামি মাসে স্যামসাং তাদের নতুন ফ্লাগশিপ ডিভাইস নোট নাইন বাজারে নিয়ে আসছে । তিনটি রম ভার্সনে নোট নাইন বাজারে মিলবে।

নোট নাইটের ডিসপ্লে হবে ৬ দশমিক ৪ ইঞ্চির ক্যাপসিটিভ টাচস্ক্রিন। রেজুলেশন ১৪৪০×২৯৬০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। ডিসপ্লেটি বেজেল লেস এবং সাইডে সামান্য বেজেল রয়েছে এবং ডিসপ্লেতে মূল বডির ৯৮ শতাংশ স্ক্রিন রয়েছে

chardike-ad

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫, অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে। ৬ জিবি র‌্যাম ভার্সনের পাশাপাশি ৮ জিবি র‌্যাম ভার্সনেও নোট নাইন বাজারে পাওয়া যাবে। এগুলো হলো ৬৪, ১২৮ এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি বিল্টইন মেমোরি থাকবে।

ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে ৪ হাজার মিলি অ্যাম্পিয়ারের নন-রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, যা অনেকক্ষণ চার্য ধরে রাখতে সক্ষম।

সুত্র: এনডিটিভি